Statements

মাননীয় বেজোস মহাশয়, আমাজনের দায়মুক্তির দিন অতিক্রান্ত হয়েছে।

৩৪ টি দেশের ৪০১ জন জনপ্রতিনিধি এবং সরকারি কর্মচারীরা #MakeAmazonPay, উদ্যোগে যোগদান ও সক্রিয় অংশগ্রহণ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।
"অ্যামাজনকে তার হিস্যা চুকানোর দাবিতে বিশ্বব্যাপী যে আন্দোলন দানা বাঁধছে, সেই আন্দোলনের সমর্থনে স্ব-স্ব আইনসভায় কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি।"
"অ্যামাজনকে তার হিস্যা চুকানোর দাবিতে বিশ্বব্যাপী যে আন্দোলন দানা বাঁধছে, সেই আন্দোলনের সমর্থনে স্ব-স্ব আইনসভায় কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি।"

জনাব বেজোস,

আমরা, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ, আপনার কাছে এই মর্মে প্রজ্ঞাপন প্রেরণ করছি যে, অ্যামাজনের দায় এড়ানোর কাল শেষ হয়েছে। গত শুক্রবার, ২৭ নভেম্বর, বিশ্বের সকল প্রান্তের শ্রমিকগণ, সক্রিয়কর্মীবৃন্দ ও আপামর জনগণ অ্যামাজনের কাছে ন্যায্যতা পাওয়ার দাবিতে একতাবদ্ধ হয়েছে। আজ থেকে আমরা আমাদের প্রত্যেকের কর্মস্থল- কংগ্রেস, সংসদ ও আইনসভায় এই আন্দোলনের সাথে একাত্ব থাকার শপথ করছি।

এক কথায়, আমরা আজ আপনার কাছে এই পত্র পাঠাচ্ছি একটি মাত্র অঙ্গিকার নিয়েঃ আমরা অ্যামাজনকে তার হিস্যা চুকাতে বাধ্য করব।

আপনার বিশাল সম্পত্তি প্রতিষ্ঠিত হয়েছে আপনার কর্মীদের দক্ষতা এবং সেই সব কর্মীদের লালনকারী প্রিয়জন, পরিবার ও সমাজের অবদানের উপর ভিত্তি করে। এই মানুষগুলোই নিজেদের ও তাদের প্রিয়জনের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে গ্রাহকদের কাছে পণ্য সরবরাহ করছে এবং আপনার জন্য যোগাড় করছে বিপুল মুনাফা। অথচ, যেখানে ২০২০ সালে প্রতি ঘন্টায় আপনার ব্যক্তিগত সম্পদ প্রায় ১৩ মিলিয়ন মার্কিন ডলার করে বৃদ্ধি পেয়েছে, সেখানে এই শ্রমিকদের বেতন বাড়ছেই না, বাড়লেও তা নামমাত্র। বরং এই মানুষগুলো প্রতিনিয়ত বিপদজনক কর্মস্থলে প্রবেশ করছে এবং যখনই নিজেদের প্রতিরক্ষার চেষ্টা করছে বা সহকর্মীদের সাথে একতাবদ্ধ হওয়ার চেষ্টা করছে, তখনই প্রতিরোধ ও বাঁধার সম্মুখীন হচ্ছে।

আমরা আবার শপথ করছি, আপনার শ্রমিকদের সাথে একতাবদ্ধ হয়ে আমরা অ্যামাজনকে তার হিস্যা চুকাতে বাধ্য করব।

আমাদের পরিবেশের অভূতপূর্ব ক্ষতির বিনিময়ে আপনার কোম্পানি বর্তমান আধিপত্য অর্জন করেছে। যেখানে আপনি ব্যক্তিগতভাবে পরিবেশ বিপর্যয়কে আমাদের যুগের সবচেয়ে প্রকট চ্যালেঞ্জগুলোর একটি হিসেবে স্বীকার করেছেন, সেখানে অ্যামাজনের কার্বন পদচিহ্ন পৃথিবীর দুই তৃতীয়াংশ রাষ্ট্রের চেয়ে বেশি। কার্বন নিঃসরণ হ্রাসে আপনার পদক্ষেপসমূহ আমাদের গ্রহের পরিবেশগত সীমার তুলনায় একেবারেই অপর্যাপ্ত। একই সাথে টেকসই পৃথিবী গড়ায় অ্যামাজনের প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস ও জলবায়ু পরিবর্তন অস্বীকারকারীদের অর্থযোগানের অতীত সাক্ষ্যপ্রমাণের উপর ভিত্তি করে আমরা আপনার এই পদক্ষেপগুলোকে বিশ্বাস করতে পারছি না।

আমরা আবার শপথ করছি, আমাদের গ্রহের পক্ষ থেকে আমরা অ্যামাজনকে তার হিস্যা চুকাতে বাধ্য করব।

পরিশেষে, আপনি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাসমূহ এবং সামষ্ঠিক প্রতিকূলতা মোকাবেলায় তাদের ক্ষমতাকে খর্ব করেছেন। আপনার একচেটিয়া নীতি-অনুশীলনের ফলে ক্ষুদ্র ব্যবসা আজ নিষ্পেষিত, আপনার ওয়েব পরিষেবাগুলো উপাত্ত অধিকারের তোয়াক্কা করে না, অথচ এর বিনিময়ে আপনার অবদান নামমাত্র। উদাহরণ স্বরূপ- ২০১৭ ও ২০১৮ সালে অ্যামাজন এক মার্কিন ডলারও ইউএস ফেডারেশন কর্পোরেশন ট্যাক্স দেয়নি। বিশ্বব্যাপী কর এড়ানোর মাধ্যমে আপনি জনগণের স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, সামাজিক নিরাপত্তা ও অবকাঠামোগত ব্যবস্থার ক্ষতিসাধন করছেন।

আমরা আবার শপথ করছি, আমাদের জনগণের জন্য আমরা অ্যামাজনকে তার হিস্যা চুকাতে বাধ্য করব।

আমরা আপনাকে আহ্বান করছি আপনার নীতিগুলো পরিবর্তনে সন্দেহাতীত ভাবে উদ্যোগী হতে, আমরা আপনাকে আহ্বান করছি আপনার শ্রমিকবৃন্দ, তাদের সমাজ ও আমাদের গ্রহের কল্যাণে ন্যায়সঙ্গত পদক্ষেপকে অগ্রাধিকার দেওয়ার জন্য। অ্যামাজনকে তার হিস্যা চুকানোর দাবিতে বিশ্বব্যাপী যে আন্দোলন দানা বাঁধছে, সেই আন্দোলনের সমর্থনে স্ব-স্ব আইনসভায় কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি।

বিনীত,

নিম্নলিখিত তালিকাটি হল ৪০১ জন রাজনীতিবিদের, যারা ৩৪ টি ভিন্ন দেশের হলেও, আমাজনের বিরুদ্ধে আওয়াজ তুলতে এককাট্টা

Available in
EnglishGermanFrenchBengaliHindiSpanishPortuguese (Brazil)PolishNorwegianItalian (Standard)RussianTurkish
Date
04.12.2020
Privacy PolicyManage CookiesContribution Settings
Site and identity: Common Knowledge & Robbie Blundell